Historical news.
রাজা কাসিমিরের অভিশাপ!
অভিশাপ তো সব সময়েই নেতিবাচক।
কিন্তু সেই অভিশাপ আরো বেশি গাঢ় অন্ধকারে ঢেকে যায়, যখন সেটাকে মুড়ে দেয় ঘন কালো রহস্য। আজ এমনই এক রহস্যময় আর গা শিউরানো অভিশাপ নিয়ে বলবো আপনাকে। অভিশাপটি দিয়েছিলেন রাজা কাসিমির ৪
ভাবছেন কে ছিলেন এই কাসিমির? ১৪২৭ সালে জন্ম নেওয়া কাসিমির ছিলেন ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ রাজা। ১৪৯২ সালে মৃত্যু হয় তার। সে সময় তাড়াহুড়ো করে সমাহিত করা হয় তাকে একটি কাঠের কফিনে। ১৯৭৩ সালে রাজা চতুর্থ কাসিমিরের কবর খোঁড়ার পর অদ্ভূত কিছু ঘটনার মুখোমুখি হন নৃ-তাত্ত্বিকেরা। মোট বারো জন গবেষক মিলে কবরটি খুঁজে বের করেছিলেন তারা। এর ভেতরে চারজন সেই স্থানেই মারা পড়েন।
আর বাকীরা পরবর্তীতে ক্যান্সারসহ নানাবিধ অসুখে মারা যান। শেষমেশ এই বারো জন-সহ যেই পনেরোজন মানুষ এই কাজটিতে কোন না কোনভাবে সাহায্য করেছিলেন, তাদের সবাইকেই অকালে মারা পড়তে হয়। পরবর্তীতে গবেষকেরা রাজা কাসিমিরের অভিশাপের সম্ভাব্য কারণকে নিয়ে আসেন সামনে। তাদের মতে, তাড়াহুড়োয় এমন কাঠের কফিনে সমাহিত করায় না জেনেই কাসিমিরের কবরটিকে বিষাক্ত করে দেওয়া হয়েছিল।
No comments