Go to drive in rain bangla tips.
বৃষ্টির মধ্যে বাইক/গাড়ি চালানোর টিপস
বৃষ্টির মধ্যে আনন্দ আর নিরাপদে বাইক/গাড়ি চালান আর আপনার ভ্রমন যেন বৃষ্টির পানিয়ে ধুয়ে নিতে না পারে তাই আমাদের এই সহজ কিছু টিপস মনে রাখুন।
বৃষ্টির মধ্যে বাইক চালানোর প্রথম প্রস্তুতি হল দৃষ্টি পরিষ্কার রাখা। বৃষ্টির পানিতে সব কিছুই ঝাপসা দেখায়। এমন কি হেলমেট এর ভিতর থেকেও বৃষ্টির পানিতে সব কিছু পরিষ্কার দেখা যায় না। এজন্য অ্যান্টি ফগ হেলমেট ব্যবহার করুন!
পরের যে বিষয়টি আপনার মনে রাখতে হবে তা হল, আপনার হাত। এটা সবার প্রথমে ঠাণ্ডা হয় আর আপনার বাইকের নিয়ন্ত্রন রাখতে হাত পুরোপুরি সচল রাখা অত্যাবশ্যক। হাত শুকনো ও গরম রাখতে হবে। তাই হাতের জন্য পানি নিরোধক গ্লভস কিনুন এক জোড়া ।
বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল থাকায় ব্রেক কম কাজ করে। এই কারণে বাড়তি সতর্কতা হিসেবে ধীর গতিতে (সাধারণ গতির অর্ধেক গতিতে) গাড়ি চালাতে হবে। যাতে ব্রেক প্রয়োগ করে অতি সহজেই গাড়ি থামনো যায়। অর্থাৎ ব্রেক প্রয়োগ করে গাড়ি যাতে অতি সহজে থামানো যায় সেইরকম গতিতে গাড়ি চালাতে হবে। ২৫ থেকে ৩০ কিমি/ঘন্টা গতিতে
যদি রাস্তায় পানি দেখেন তাহলে সে রাস্তা এড়িয়ে চলাই ভালো। বিশেষত আপনার গাড়ি যদি রোটারি ইঞ্জিনওয়ালা হয়, যেমন মাজদা আরএক্স-৮ তাহলে পানি থেকে হাজার মাইল দূরে থাকুন।
ঝড়ের সময় বাতাসে ধুলা বেশি থাকে যা চোখের জন্য অনেক ক্ষতিকর ।তাই ঝড়ের সময় বাইকের হেলমেটের গ্লাস নামিয়ে রাখুন।
No comments