Top Investment Site

2019 football news

২০১৯ বিশ্বকাপের ফিক্সচার প্রকাশ


আগামী বছর ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের শুরুর দিন মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারত-পাকিস্তান ম্যাচ ১৬ জুন, ওল্ড ট্রাফোর্ডে। আইসিসির নির্বাহী কমিটি ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ সূচি অনুমোদন দিয়েছে। লিগ পদ্ধতিতে প্রথম রাউন্ডে প্রত্যেক দল প্রত্যেকের বিপক্ষে খেলবে। এর মধ্যেই আইসিসির নির্বাহী কমিটিতে অনুমোদিত খসড়া সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। এ সূচিটিই চূড়ান্ত হলে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ জুন ওভালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরেরটি ৫ জুন, একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রাথমিক পর্বে বাংলাদেশ একটিই দিবারাত্রির ম্যাচ খেলবে, সেটি কিউদের বিপক্ষে। ৮ জুন ‘পয়া ভেন্যু’ কার্ডিফে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ১১ জুন ব্রিস্টলে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৭ জুন টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন মাশরাফিরা। ২০ জুন ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পর ২৪ জুন সাউদাম্পটনে বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে বাংলাদেশ পাচ্ছে প্রাথমিক পর্বের প্রায় শেষ দিকে। ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ। ৯ জুলাই ম্যানচেস্টার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, ১১ জুলাই বার্মিংহামে দ্বিতীয় সেমিফাইনাল। ১৪ জুলাই লর্ডসে ফাইনাল।

No comments

Let's know about 10 harmful viruses or malware

Let's know about 10 viruses or malware that are almost impossible to protect from attack! Virus or Malware Each of us uses antivi...

Theme images by Petrovich9. Powered by Blogger.